কলমাকান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
"নারীর সমঅধিকার,সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ " এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর থেকে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এনজিও সংগঠন, কিশোর কিশোরী ক্লাব, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
শেখ শামীম