
নেত্রকোনায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনায় একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নেত্রকোনা পৌরশহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে তার নিজস্ব কার্যালয়ে এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির খুদে শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মশিউর রহমান মশু, অ্যাডভোকেট দিলোয়ারা বেগম (এপিপি), জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান মামুন, খোকন হাওলাদার, আফাজ উদ্দিন খান চন্দন, ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, মীর ইশতিয়াক মিঠু, আনোয়ার হোসেন বাদশাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।