
দুর্গাপুরে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখীলা গ্রামে শুক্রবার (০৮ নভেম্বর) সকালে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মাজেদা আক্তার (২৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহটি বসত ঘর থেকে উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) মরদেহটি থানার হেফাজতে রয়েছে।
নিহত মাজেদা আক্তার কলমাকান্দা উপজেলার পাঁচকাঠা সৌলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং শ্রীরামখীলা গ্রামের ঝুটন মিয়ার স্ত্রী ছিলেন।
জানা গেছে, সাত বছর আগে মাজেদা আক্তার ও ঝুটন মিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় তিন বছর পর তাদের এক ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তবে সে সন্তান কিছুদিন পর মারা যায়। বর্তমানে মাজেদা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী ঝুটন মিয়া কোনো নিয়মিত কাজকর্ম করতেন না, ফলে প্রায়ই তাদের সংসারে পারিবারিক কলহ সৃষ্টি হতো। একাধিকবার শশুরবাড়ি থেকে চলে আসার পরও পারিবারিকভাবে সমস্যাগুলোর সমাধান করা হয়েছিল।
ঘটনার দিন বৃহস্পতিবার গভীর রাতে স্বামী বাড়ি ফিরলে মাজেদা দরজা খোলেননি। এরপর স্বামী অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরবর্তী সকালে পরিবারের সদস্যরা মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেছে। বর্তমানে মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুনঃ র্যাবের হাতে ছাত্র হত্যাকান্ডে সিরাজ চেয়ারম্যান গ্রেফতার