নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে এই দিবস পালিত হয়।
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সোমেশ্বরী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম। কারিতাস প্রকল্পের এনিমেটরস সারেং তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, এবং যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান।
বক্তারা বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; তাদের জন্য সকলের সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আর্থসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। সকলের সম্মিলিত উদ্যোগে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন সম্ভব।” বক্তারা এ আয়োজনে সহযোগিতার জন্য কারিতাসকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে শিশু ও বৃদ্ধসহ আটজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানায়।
আরও পড়ুনঃ গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক-৩
কলি হাসান