
নারী নির্যাতন প্রতিরোধে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
“পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে নেত্রকোনায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা পৌর শহরের অজহর রোডে বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ নেত্রকোনা শাখার সভানেত্রী রেহানা সিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি জানান, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ পাঁচ দশক ধরে নারী-পুরুষের সমঅধিকার, মর্যাদা, নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। নেত্রকোনার সাত উপজেলায় প্রায় ২,৮৫৫ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। এ বছর “পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি” শীর্ষক আহ্বানে কেন্দ্রীয় কমিটিসহ দেশের ৫৮টি জেলা শাখায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তাহেজা বেগম নেত্রকোনা শাখার ২০২৩-২৪ সালের আইনি সহায়তা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, এ সময়ে ৪৪টি অভিযোগের ভিত্তিতে ৩৩টি তদন্ত সম্পন্ন করা হয়েছে। উভয়পক্ষের সম্মতিতে ৩০টি দাম্পত্য কলহের নিস্পত্তি করা হয়েছে। আইনি পরামর্শ প্রদান করা হয়েছে ১৮টি এবং ১০টি মামলা জাতীয় আইনগত সহায়তা সংস্থায় পাঠানো হয়েছে। চারটি শালিসের মাধ্যমে দেনমোহর ও খোরপোষ বাবদ ৬ লাখ টাকা আদায় করা হয়েছে।
সভানেত্রী রেহানা সিদ্দিকী বলেন, নারীর অগ্রগতি সত্ত্বেও সমাজে তাদের প্রতি দৃষ্টিভঙ্গির তেমন পরিবর্তন ঘটেনি। নারী নির্যাতনের হার কিছুটা কমলেও অপরাধের ধরণ পাল্টেছে। বিশেষ করে অনলাইনে নির্যাতনের ঘটনা বেড়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, দৈনিক সমকালের প্রতিনিধি মো. খলিলুর রহমান শেখ, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি লাভলু পাল, নাগরিক টিভির প্রতিনিধি কে. এম. সাখাওয়াত হোসেন, এসএ টিভির দেবল চন্দ্র দাস এবং বাংলা টিভির ইকবাল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সহ-সভানেত্রী শেফালী রানী, সহ-সাধারণ সম্পাদক ঊষা রানী রায়, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক শাম্মী খান এবং প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা।
আরও পড়ুন: মধ্যনগরে বিএনপির উপজেলা ও ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত