
কেন্দুয়ায় কান্দিউড়া ইউনিয়ন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ভবনে উক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে তেতুলীয়া গ্রামে প্রতিষ্ঠিত স্বাস্থ্য কেন্দ্রে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হক। এসময় বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক বেশ কিছু কাজ বাস্তবায়ন হয়েছে বলে রেজুলেশন পাঠ করে শুনান স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগম।
তিনি জানান, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বাস্থ্য কমিটির সভাপতি মাহবুবুল আলম এবং ওয়ার্ড সদস্য আবুল কাশেমের প্রচেষ্টায় স্বাস্থ্য কেন্দ্রের প্রবেশদ্বারের রাস্তাটি গত অক্টোবর মাসে পাকাকরণ করা হয়েছে।
এ ছাড়াও বৈদ্যতিকপাখা, ওয়েট মেশিনসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছ। সে জন্য কমিটির লোকজনকে ধন্যবাদ জানানো হয়।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস,ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটির ইনচার্জ রূপা আকতার,কমিটির সদস্য ও ইউপি সদস্য আবুল কাশেম,সদস্য শহীদুল্লাহ খন্দকার,স্বাবলম্বী উন্নয়ন সমিতির ঝর্ণা জাহান,চয়ন সরকার,তারুণ্যের প্লাটফর্মের সুরাইয়া বেগম সুমি,রখিব হাসান প্রমূখ।
আরও পড়ুন: সংস্কারের প্রয়োজনে নির্বাচন কয়েক মাস পিছিয়ে যেতে পারে: ড. ইউনূস
রাখাল বিশ্বাস