আটপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নেত্রকোনার আটপাড়ায় ২০২৩ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় আটপাড়ায় জেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এ সংবর্ধনা দেয়া হয় ৷
উপজেলা পরিষদ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
বক্তব্যে প্রধান বক্তা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এর এই উক্তিটি স্মরণে রেখো তোমাদের জন্য দোয়া, আশীর্বাদ,শুভেচ্ছা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গোলাম কবীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.মো. শাহাদত হোসেন সিদ্দিকী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ। পরে ২০২৩ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় ১০৩ জন জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) প্রদান করা হয়।