বারহাট্টায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
“শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ হইতে বের হয়ে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমের সামনে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ অস্থায়ী হলরুমের সামনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, কাশতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবীর নয়ন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লতিবুর রহমান খান