
নেত্রকোনায় বই উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস
নেত্রকোনায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। জেলা শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপনা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. খামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আওয়াল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
জেলার সকল মাধ্যমিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বছরের শুরুতে শিক্ষা কার্যক্রমে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, নতুন বছরে জেলার শিক্ষার্থীদের জন্য ২৭ হাজারেরও বেশি বই বিতরণ করা হয়েছে। জানুয়ারির মধ্যেই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের এ কার্যক্রম শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও উদ্দীপনা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে অভিভাবকরা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: পূর্বধলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এ কে এম আব্দুল্লাহ্