
খালিয়াজুরীর একটি কলেজের দুইজন পরীক্ষার্থীর পাস করেনি কেউ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার "আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়" থেকে এবার এইচএসসি পরীক্ষায় দুই শিক্ষার্থী অংশ নিয়ে তারা দুজনই ফেল করেছেন।
গত ১৭ অক্টোবর ওই কলেজ সূত্রে ফলাফলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ’প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় ওই কলেজ থেকে মাত্র দুইজন শিক্ষার্থী মানবিক বিভাগে পরীক্ষায় অংশ গ্রহণ করে তাঁরা দু'জনই ফেল করেন।
জানা গেছে, জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর এলাকায় ১৯৯৪ সালে ‘আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২২ সালে ওই বিদ্যালয়টিতে কলেজ শাখা খোলা হয়। পরে এর নাম দেওয়া হয় ‘আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়’। এর প্রতিষ্ঠাতা সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। সাবেক মন্ত্রী তার বাবা-মায়ের নামে নিজ এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
এ বিষয়ে আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন বলেন, বিদ্যালয়টিতে ২০২২ সালে কলেজ শাখা চালু করা হয়। প্রথম ওই দুই শিক্ষার্থী ভর্তি হয়েছিল। পর্যাপ্ত শিক্ষার্থী না থাকা এবং শিক্ষক নিয়োগের জন্য আবেদনও দেওয়া যায়নি। ফলে বিদ্যালয়ের শিক্ষকরাই তাদের পড়াতেন। এবার ছূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ওই দুই শিক্ষার্থীর দুজনই ফেল করেছে।
তিনি আরও বলেন, আমাদের বিদ্যায়লটিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এছাড়াও রয়েছে পর্যাপ্ত অবকাঠামো। কিন্ত ২০২২ সালে কলেজ শাখাটি চালু করা হলেও শিক্ষার্থী পাওয়া যায়নি। এই এলাকাটা মূলত হাওরাঞ্চল তাই এখান থেকে পাস করা শিক্ষার্থীরা শহরের কলেজে ভর্তি হতে চলে যায়। পাস করার পর তারা আর গ্রামের কলেজে ভর্তি হতে চায় না।
আরও পড়ুন: মোহনগঞ্জে বিএনপি নেতা ও ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাস্টারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
হাফিজুর রহমান চয়ন