
রাজারহাটে অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
কুড়িগ্রামের রাজারহাটে এক অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েকদিন আগে জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারচ্ছিলেন না কৃষক আফজাল হোসেন।
উপজেলা ছাত্রলীগ বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের ওই কৃষকের ৩৫ শতক জমির বোরো ধান কেটে ঘরে তুলে দেন। বিনাপারশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি কৃষক আফজাল হোসেন। রাজারহাট উপজেলার ছাত্রলীগের আহবায়ক সুমন কুমার রায় ও যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ধান কাটা উৎসবে অংশ নেন।
এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। এর আগেও গত বছর শ্রমিক সংকটের সময় রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।