ধর্মপাশায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চলতি খরিপ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে এ উপজেলার ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে পাঁচ কেজি করে আমন বীজ ধান, ১০ কেজি এমওপি ও ১০কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার খরিপ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সুবিধার আওতায় আনা হয়েছে।