বারহাট্টায় জি.আর. চাল, শুকনা খাবার ও গো-খাদ্য বিতরণ
নেত্রকোনার বারহাট্টায় ২০২৪-২৫ অর্থ বছরে বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে জি.আর. চাল, শুকনা খাবার ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
রোববার চিরাম ইউনিয়নে বাহাদুরপুর গ্রামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম. সাব্বির হোসেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ রুহুল আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসিম তালুকদার, বারহাট্টা থানার এস.আই সুমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পূর্বধলায় ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারি আটক
লতিবুর রহমান খান