রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় উদ্যোক্তাদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ

প্রকাশিত: ২০:১৩, ৬ নভেম্বর ২০২৩

বারহাট্টায় উদ্যোক্তাদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ

বারহাট্টায় উদ্যোক্তাদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ

নেত্রকোনার বারহাট্টায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তাদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার প্রাণিসম্পদ সভাকক্ষে উদ্যোক্তাদের হাতে এসব উপকরণ তুলে দেন ইউসিবির কেন্দুয়া শাখার ব্যবস্থাপক মো. ইকবাল কবির। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কেন্দুয়া শাখা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় উদ্যোগে ইউসিবি এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার প্রায় ৬০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষক উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, প্রশিক্ষক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কেন্দুয়া শাখার ব্যবস্থাপক মো. ইকবাল কবির। 

অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কেন্দুয়া শাখার ব্যবস্থাপক জানান, এ উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তাদের মাঝে ৯ লাখ টাকার খড়কাটার মেশিন, সাবমারসিবল, স্যালো মেশিন, জেনারেটর, নৌকা ইত্যাদি বিভিন্ন উন্নত কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেক উদ্যোক্তাকে ২ হাজার টাকার বিভিন্ন ধান ও সরিষার বীজ প্রদান করা হয়।

আরও পড়ুন: শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত  


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808