বারহাট্টায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন
নেত্রকোণা বারহাট্টায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রাণাদনা কর্মসূচীর আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বারহাট্টা সদরের ইসপিঞ্জাপুর গ্রামে কৃষি জমিতে এ চারা রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
অন্যদের মধ্যে কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, বারহাট্টা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পাল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, আওয়ামী নেতা সাজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কলমাকান্দায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত