
নেত্রকোণার দুর্গাপুরে বজ্রপাতেিএক জনের মৃত্যু
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জমির ধান কাটার সময় বজ্রপাতে বড় ভাই রবিকুল হাসান (৩০) নিহত ও ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী থানা পুলিশ সূত্রে জানা যায়, বন্দউষান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রবিকুল হাসান ও হাবুল্লাহ হাসান সকালে বাড়ির পাশে বিলের
জমিতে ধান কাটাতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টিপাত সেই সাথে বজ্রপাত শুরু হলে তারা ধান কাটা বন্ধ করে বাড়ীর দিকে রওনা দেয়। এ সময় হঠাৎ বজ্রপাতে দুই ভাই মাটিতে লুঠিয়ে পড়ে। এ দৃশ্য দেখে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকুল হাসানকে মৃত ঘোষনা করেন। ছোট ভাই হাবুল্লাহ হাসানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: ঈদের দিনে ময়মনসিংহে দুই খুন: গ্রেফতার-৩
এ কে এম আব্দুল্লাহ্