
মোহনগঞ্জে হতদরিদ্রদের মাঝে এসডিএফের ৩৫ লাখ টাকা বিতরণ
মোহনগঞ্জে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অর্থায়নে ৩৯৩ জন হতদরিদ্র নারীকে প্রতি জনে ৯ হাজার টাকা করে নগদ ৩৫ লাখ ৩৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার সমাজ শহিলদেও ইউনিয়নে খান বাহাদুর কবির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টাকা বিতরণ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
বিতরণ করার সময় তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
ইউ এনও ছাব্বর আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র লতিফুর রহমান রতন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেল, এসডিএফের আঞ্চলিক পরিচালক ময়মনসিংহ মো: আবুল হোসাইন, এপ্রাইজাল ও মনিটরিং অফিসার মো : নুরুল হুদা চৌধুরী, জেলা ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন, উপজেলা ক্লাস্টার অফিসার সোলায়মান অর্পা মনোরমা রিছিল প্রমুখ।
আরও পড়ুন: কলমাকান্দায় পুলিশের অভিযানে ৭০ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক