
কেন্দুয়ার জুড়াইল গ্রামের খাল সবার জন্য উন্মুক্ত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের সরকারি খালের দখল নিয়ে সৃষ্ট উত্তেজনার সমাধান হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে খালটি সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, একসময় বিরোধপূর্ণ ওই খাল সেলিম মেম্বার গংদের দখলে ছিল। এ নিয়ে সেলিম মেম্বার গং ও গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমায় জড়ায় উভয়পক্ষ। প্রায় দুই বছর আগে একটি সালিশ বৈঠকে খালটি সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা এতদিন পর্যন্ত মানা হচ্ছিল।
তবে চলতি বোরো মৌসুমে খালের শুকনো অংশে একপক্ষ বোরো ধানের আবাদ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপরপক্ষ এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে বিকেলে তিনি উভয়পক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বেকার নীতি মেনে খালটি সবার জন্য উন্মুক্ত রাখা হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মাহমুদুল হাসান, ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান মোসলেম, ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসারসহ আরও অনেকে।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারী স্বামী গ্রেফতার
দুর্জয় বাংলা