শুক্রবার ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মানবেতর জীবন কাটছে ’জুলাই যোদ্ধা’ আখি মনির, তালিকায় নাম উঠেনি, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসাও

প্রকাশিত: ১৫:৫৭, ৩ জুন ২০২৫

আপডেট: ১৬:০২, ৩ জুন ২০২৫

মানবেতর জীবন কাটছে ’জুলাই যোদ্ধা’ আখি মনির, তালিকায় নাম উঠেনি, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসাও

আখি মনি। ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকে মেধাবী শিক্ষার্থী ছিলেন আখি মনি। এক সময় স্বপ্ন দেখতেন পড়াশোনা করে একজন প্রকৌশলী হবেন। কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে তার সে স্বপ্ন আজ শেষ হয়ে গেছে। আন্দোলন করতে গিয়ে চোখ-মুখসহ তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত আখি। সেসব আঘাত তার জীবনকে থামিয়ে দিয়েছে। অসুস্থতায় ভোগলেও অর্থের অভাবে বর্তমানে তিনি করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসাটুকুও। এ অবস্থায় মানবেতর জীবন কাটছে অসহায় আখি মনির। 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি গ্রামের শামীম তালুকদারের কলেজ পড়ুয়া মেয়ে আখি মনি। বাবা দুই বিয়ে করেন। আখির মা তার দ্বিতীয় স্ত্রী। তিনি ২০১২ সালে মারা যান। আখির বয়স তখন আট বছর। মাতৃবিয়োগের পর শিশু আখি ও তার ছোট আরো দুই বোনের ঠাঁই হয় ঢাকার রামপুরা ওয়াব্দা রোড এলাকায় বসবাসকারী নানা-নানির কাছে। এরইমধ্যে মারা যায় নানা নুরুল ইসলামও। সংসারের হাল ধরেন আখি নিজেই। লেখাপড়ার পাশাপাশি জীবিকার তাগিদে শুরু করেন কর্ম। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ব্র্যান্ড প্রোমোশনের কাজ করতেন তিনি। তার কর্মক্ষেত্র ছিল কাওরান বাজার এলাকা।

আখি ছিলেন শেরে ই বাংলা সরকারি কলেজের ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু আর্থিক সমস্যার কারণে কলেজ কর্তৃপক্ষ তার পরীক্ষা বাতিল করে দেয়। যা ছিল তার স্বপ্নভঙ্গের প্রথম ধাক্কা।

এরইমধ্যে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃদ্ধ নানিসহ এলাকার লোকজনের চোখ ফাঁকি দিয়ে বোরকা পড়ে কাজে যাওয়ার কথা বলে সে আন্দোলন যোগ দেন তিনি। 

২০২৪ সালের ১৮ জুলাই। রামপুরা ব্রিজ এলাকায় পুলিশের লাঠিচার্জে আখি গুরুতর আহত হন। তার ঠোঁট ফেটে যায়। একটি দাঁত ভেঙে যায় এবং হাতে ও পিঠে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। আহত হওয়ার পরও থেমে থাকেননি তিনি। ২৪ জুলাই অংশ নেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে চলমান বিক্ষোভে। ২৮ জুলাই শাহবাগে পুলিশের আরেক দফা লাঠিচার্জে আখির বা চোখে আঘাত লাগে। ফলে চোখ ফুলে ওঠে এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে।

পুলিশি হয়রানি এখানেই শেষ হয়নি। অফিসে যাওয়ার পথে পুলিশ তার মোবাইল ফোন জোর করে চেক করতে চাইলে তিনি আপত্তি করেন। এতে পুলিশ গালাগালি করে এবং মানসিকভাবে হেনস্তা করে তাকে। পাশাপাশি এলাকায় ছাত্রলীগের কিছু কর্মীর কাছ থেকেও তিনি হুমকি পান। তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়।

তবু আখি মনি তার আন্দোলনে অংশ গ্রহণ চালিয়েই যেতে থাকেন। ৩ আগস্ট শহিদ মিনারে গণসমাবেশে, ৪ আগস্ট মিছিলে এবং ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা' সবখানেই ছিল তার বিপ্লবী উপস্থিতি। তবে ৫ আগস্টের পর তার শরীরের আঘাতগুলো যন্ত্রণাময় হতে শুরু করে। আঘাতগুলো ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি ঘটাতে শুরু করে। একপর্যায়ে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে তিনি চাকরিচ্যূত হন।

তার দুই বোনকে বিয়ে দিয়ে দিয়েছিলেন আগেই। চাকরি হারানোর পর সে আর তার নানির জীবন যেন অন্ধকারময় হতে থাকে। চরম অর্থ কষ্টে পড়েন তিনি। আখি কর্মহীন হয়ে পড়ায় পরিবারে দেখা দেয় চিকিৎসা ও খাদ্যসংকট। এ অবস্থায় স্থানীয় কিছু ব্যক্তি ও সামাজিক সংস্থার কিছুট আর্থিক সহায়তায় প্রাথমিক চিকিৎসা চললেও অর্থাভাবে আটকে যায় সম্পূর্ণ চিকিৎসা।

বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন আখি। তার সবয়েচে বড় হতাশা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েক দফায় তিনি নির্যাতনের শিকার হয়ে আহত হলেও একজন জুলাই যোদ্ধা হিসেবে তালিকায় এখনও তার নাম উঠেনি। অথচ এমন একজন সংগ্রামী, আহত ও প্রতিনিয়ত লড়াইরত তরুণীর নাম তালিকায় থাকাটা অবশ্যই বাঞ্ছনীয় ছিল।

মুঠোফোনে কথা হলে আখি মনি বলেন, আমি এখনও আশা করি কেউ একজন অন্তত বলবেন- ‘তুমি যা করেছো, তা মূল্যবান।’ আমি হারিনি, থামিওনি। আমি আছি, লড়ছি, এবং থাকবো।

তার কণ্ঠে রয়েছে অসহায়ত্ব নয়, বরং এক অদম্য প্রত্যয়। আখি মনির মতো একজন নিঃস্বার্থ ও সাহসী তরুণীর নাম ‘আহত জুলাই যোদ্ধা’দের তালিকায় যুক্ত না হওয়া শুধু একটি নামের অনুপস্থিতি নয়। এটি একটি প্রজন্মের আত্মত্যাগ ও প্রতিবাদের প্রতি অবজ্ঞার প্রতীক বলে জানান সচেতন লোকজন।

মানবাধিকারকর্মী শাহ আলী তৌফিক রিপন বলেন, এখন সময় এসেছে আখি মনির নাম আহত জুলাই যোদ্ধাদের সেই তালিকায় অন্তর্ভুক্ত করার। এটি শুধুই একজন ব্যক্তির প্রাপ্যতা নয়, এটি ন্যায়বিচারের দাবি।

এ বিষয়ে কথা হলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, জুলাই যোদ্ধা আখি মনির সাথে আমার কথা হয়েছে। প্রশাসন তাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে অবশ্যই।

আরও পড়ুনঃ কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জিয়াউর রহমান

ব্রেকিং নিউজ:

দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859