
কুড়িগ্রামে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে রিয়াদ হোসেন (৩৫) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চার বিজিবি সদস্য ও এক আনসার সদস্য।
বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্ত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর আগে রাত ১১টা থেকে ওই অঞ্চলে শুরু হয় তীব্র বজ্রঝড়।
মৃত রিয়াদ হোসেন জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিনজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দাঁতভাঙ্গা বিওপির টহল দল রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল। আকস্মিক বজ্রপাতের ঘটনায় একজন সদস্য প্রাণ হারান এবং কয়েকজন আহত হন। দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।”
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম বলেন, “রিয়াদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।”
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘটনাটি দুঃখজনক। বিজিবির একটি টহল দল দায়িত্ব পালনকালে আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়। এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত করা হয়েছে।”
দুর্জয় বাংলা