বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শ্রাদ্ধ খেয়ে বাড়ি ফিরল না শিশু শিক্ষার্থী সৃষ্টি রায়

প্রকাশিত: ২২:০৯, ১৪ মে ২০২৩

শ্রাদ্ধ খেয়ে বাড়ি ফিরল না শিশু শিক্ষার্থী সৃষ্টি রায়

শ্রাদ্ধ খেয়ে বাড়ি ফিরল না শিশু শিক্ষার্থী সৃষ্টি রায়

আত্মীয়ের শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সৃষ্টি রানী রায় (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


রবিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের ধূলাউধাল একতা বিক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।  নিহত সৃষ্টি খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের বাসুদেব রায়ের মেয়ে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।


বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মে) সৃষ্টি রায় তার কাকা পরিমল চন্দ্র রায় ও কাকি রাখি রানী রায়ের সাথে পার্বতীপুরের আনন্দবাজারে এক আত্মীয়র বাড়ীতে আসে। সেখানে শ্রাদ্ধানুষ্ঠান শেষে রবিবার (১৪ মে) ফুলবাড়ী হয়ে খানসামা ফেরার উদ্দেশ্যে একটি অটোরিকশায় রওনা দেন তারা। পথে রর ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের ধূলাউধাল একতা বিক্সের সামনে সৃষ্টি রায়ের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে সৃষ্টি রায় অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৃষ্টি রায়কে মৃত ঘোষণা করেন।


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: কলমাকান্দায় ২৩০ পিস ইয়াবাসহ একজন আটক


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808