
মন্দির ভাঙ্গার নাটক করে মিথ্যা মামলা: প্রতিবাদে মানববন্ধন
মোহনগঞ্জে সমাজ সহিলদেও ইউনিয়নে জীবনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরুধে প্রতিপক্ষকে ফাঁসাতে মন্দির ভাঙ্গার নাটক করে মিথ্যা মামলা করেছে রাজন কৃষ্ণ চৌধুরী। সে জীবনপুরবগ্রমের বাসিন্দা।
তারই চাচা শংকর চৌধুরী সহ কয়েকজন কে আসামি করে মিথ্যা মামলা করায় শনিবার সমাজ বাজার এলাকায় তার বিরুদ্ধে কয়েক শ হিন্দু মুসলিম নারী পুরুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, শংকর চৌধুরী।
তিনি বলেন, রাজন চৌধুরী তার লোকজন নিয়ে পাবই এলাকার আবদুল হাই নামে একজনকে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে এলাকার মানুষ তার বিরুদ্ধে রখে দাড়ালে তার বাড়ির পাশে থাকা নির্মাণাধীন প্রতিমা বিহীন মন্দির ভাঙ্গার নাটক করে মিথ্যা মামলা দিয়ে নিজের অপরাধ ঢাকতে চেষ্টা করে।এর প্রতিবাদে শনিবার রাজন চৌধুরীর বিচার চেয়ে মানববন্ধন করে এলাকাবাসী।
আরও পড়ুন: গৌরীপুরে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন