
মোহনগঞ্জে আইন শৃঙ্খ্লা কমিটির সভা অনুষ্ঠিত
মোহনগঞ্জে আইন শৃঙ্খ্লা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মাল্টিপারপাস হল রুমে ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল।
এতে মোহনগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতিরি অফিসে হামলা, ভাঙচুর ও ডিজি এম আবুল কালামের উপর হামলার প্রতিবাদে জানিয়ে আইনশৃঙ্খ্যলা সভায় নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে।
এতে কমিটির সবাই এ প্রস্তাবের সমর্থন জানিছেন। রোববার মোহনগঞ্জ নওহালে পল্লিবিদ্যুৎ অফিস ভাংচুর ও কর্মকর্তাদের উপর হামলা করেন, টেংগাপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে জহিরুল ইসলাম রিপন । সম্প্রতি নেত্রকোনা অফিস টিম তার বাসায় বকেয়া বিলের জন্য সংযোগ কেটে দেয়। এরই ক্ষোভে সে তার লোকজন নিয়ে হামলা চালিয়ে ডিজিএম, পিয়ন শরীফুল, গাড়ি চালককে আহত করে ।
আহতরা মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ওসি রফিকুল ইসলাম জনান, মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিরা পলাতক রয়েছে দ্রুত আইনের আওতায় আনা হবে। সভায় ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ভাঙচুর কর্মকর্তাদের উপর হামলা ন্যক্কারজনক, হামলাকারীদের বিরুদ্ধে আজকের সভায় নিন্দা প্রস্তাব পাশস করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।