
তারাকান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত
এস এস সি পরীক্ষার্থী তাওহীদ।স্লীম দেহের অধিকারি । তারাকান্দা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে জামান ফিলিং স্টেশন সংলগ্ন ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ হারায় সে এবং সাথে থাকা আরো ২ জন গুরুত্বর আহত হয়।
থানা প্রাঙ্গণে নিহত তাওহীদের সহপাঠীরা আবেকপ্লুত হয়ে জানায়,৩১ অক্টোবর আজকে তাওহীদের জন্মদিন ছিল। তা উৎযাপনের জন্য আমরা গিফটও কিনেছি।
সন্ধায় তার জন্মদিন সবাই মিলে উদযাপনের জন্য যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আমাদেরকে ছেড়ে বন্ধু পৃথীবী থেকে বিদায় নিল। পালিত হল না বন্ধুর জন্মদিন। তাওহীদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত তাওহীদ মাঝিয়ালি গ্রামের মো: মাসুদ মিয়ার পুত্র। তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে নিহত তাওহীদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: শ্রীনগরে কোভিট-১৯ প্রতিরোধমূলক কর্মশালা