শেরপুরে সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ।জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সদরের ইউএনও (ভারপ্রাপ্ত) ইফফাত জাহান, নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন, ঝিনাইগাতীর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শ্রীবরদীর ইউএনও ফৌজিয়া নাজনীন,নালিতাবাড়ীর ইউএনও ইলিশায় রিছিল,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
প্রতিযোগিতায় বালক-বালিকা পৃথক পৃথক ৫০ ও ১০০ মিটার দৌড়,বিস্কুট দৌড়,চকলেট দৌড়, গণিত দৌড় সহ ৬ টি গ্রুপের ৩০ টি ইভেন্টে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন। বিকেলে ডিসি আব্দুল্লাহ আল খায়রুম ও অন্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন: নেত্রকোনার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান গাজী মাছুদা বেগম