আইনজীবী গাজী মাছুদা বেগম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে ৩১৭ নেত্রকোনা আসনে সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সুপ্রীম কোর্টের আইনজীবী গাজী মাছুদা বেগম।
মাছুদা বেগম নেত্রকোনা সদর উপজেলার মেদনী গ্রামের সম্ভ্রান্ত পরিবার মিয়া বাড়ীতে ১৯৬৫ সালের ১৬ মে জন্মগ্রহন করেন। তার পিতা গাজী মোস্তফা হোসেন ছিলেন এক জন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা। তিনি ছাত্রজীবনেই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থাজ্ঞাপন করে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এল এল বি, এম এ পাশ করার পর তিনি নেত্রকোনা জেলা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টে সুনামের সাথে আইন পেশা পরিচালনা করছেন। তিনি নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি, নেত্রকোনা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এ পি পি হিসাবে এবং নেত্রকোনা নারী ও শিশু আদালতের সাবেক অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের বর্তমান
আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশ সুপ্রীমকোর্ট আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সদস্য। তিনি বিবাহিত ও তার তিন সন্তান। তারা বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত।
তিনি সাংবাদিকদের জানান, আমি ও আমার পরিবারের লোকজন সারা জীবন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের জনগনের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে।
আমি পিছিয়ে পড়া নেত্রকোনাবাসীর ভাগ্য উন্নয়ন ও সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছি। প্রধানমন্ত্রী আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে আমি প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৫শ পিস ইয়াবা ও বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক