ঠাকুরগাঁওয়ে ৫শ পিস ইয়াবা ও বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ৫শ পিস ইয়াবা ,৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ সহ আমিনুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)। গ্রেফতারকৃত মোঃ আমিনুল ইসলাম (৩৮) সদর উপজেলার লাউথুতি গ্রামের মো- আশরাফ আলীর ছেলে।
বুধবার দুপুরে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার লাউথুতি বাজার এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাসী চালায় এবং ৫শ পিস ইয়াবা,৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে যার বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ি আমিনুল ইসলামকে হাতে হাতে আটক করে।
এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)১০(ক)১৪(খ) ও ২৪(ক ) ধারায় ভূল্লী থানায় একটি মামলা দায়ের করে। ভূল্লী থানার ওসি মো: দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভূল্লী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: জগন্নাথপুরে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত