মোফাজ্জল হোসেন ভূঞা। ছবি: সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন ভূঞা। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৭০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৫৫৮ ভোট।
বুধবার (৫ জুন) ভোট গণনা শেষে মোফাজ্জল হোসেন ভূঞা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
মোফাজ্জল হোসেন ভূঞা কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এবার নির্বাচনে বিপুল ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আরও পড়ুনঃ কেন্দুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাওলানা হারুনুর রশিদ বিজয়ী