মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকী। ছবি: সংগৃহীত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ আজ বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয়, চলে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।
কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকী বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ৭৭,০৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকের প্রার্থী মামুনুল কবীর খান পেয়েছেন ৪২,৩৫৫ ভোট। এছাড়া চশমা প্রতীকের প্রার্থী মোঃ ইয়াহিয়া খান পেয়েছেন ২,৭৪০ ভোট।
কেন্দুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার টিউবওয়েল প্রতীকের প্রার্থী মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ৯৬টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন।
আরও পড়ুনঃ কে হাসবেন বিজয়ের হাসি?