জৈন্তাপুর সীমান্ত হতে যুবকের লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলা চারিকাটা ইউনিয়নের ১৩০১ নম্বার সীমান্ত পিলার এলাকা হতে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি পুলিশ ৷
এলাকাবাসী সূত্রে জানাযায়, ২৮ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় ১৩০১ নম্বার আন্তজার্তীক পিলারের তেলেঙ্গা এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী ৷ বিষয়টি তাৎক্ষনিক ভাবে ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দিনকে অবহিত করেন ৷ সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দিন লালাখাল বিওপি ও জৈন্তাপুর মডেল থানাকে অবহিত করেন ৷ এদিকে সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম দ্রুত ঘটনাস্থলে ফৌর্স পাটান ৷
পুলিশ জানায় অবৈধ পথে সে ভারতে পাথর কোয়ারী শ্রমিকের কাজ করেছিল ৷ পরবর্তীতে সেখাতে গুরুত্বর আহত হয় ৷ আহতবস্থায় জোয়াই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় ৷ সে মারা গেলে অন্যরা তার মৃত দেহটি জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকার তেলেঙ্গা এলাকায় ফেলে যায় ৷ এসময় সকল চিকিৎসাপত্র লাশের পাশে রেখে যান ৷ মারা যাওয়া যুবক বি.বাড়ীয় জেলার নাসিরনগর থানার চাপারতলা গ্রামের আহাদ মিয়ার ছেলে শরিফ আহমদ (২১) বলে পুলিশ নিশ্চিত করে ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, নিহতের লাশ নিতে নিকট আত্মীয়রা এসেছেন এবং লাশটি তাদের বলে দাবী করেন ৷ এই বিষয়ে তাদের কোন অভিযোগ নেই ৷ লাশ উদ্ধারের জন্য একটি অপমৃত্যু মামলা করা হয়েছে ৷ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে ৷
আরও পড়ুন: মাদক বিষয়ে কোন আপোষ নেই-ওমর কাইউম