
জয় বাংলা ইয়ুথ আ্যওয়ার্ড পেলেন জহিরুল আলম শেখ
মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য মোহনগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি মো: জহিরুল আলম শেখকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । সোমবার সন্ধ্যায় জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ঢাকা প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা মোহাম্মদ ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে এবং হোসেন রাব্বানীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর । এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন টুরিস্ট পুলিশ অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ , বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ, মেজবা উদ্দিন সরকার বীর মুক্তিযুদ্ধে হাজী আব্দুস সাত্তার সহ আরো অনেকেই ।
এ সময় ডিয়াইজি আপেল মাহমুদ দেশ ও জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ নিয়ে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন । এ সময় আরো মূল্যবান বক্তব্য প্রদান করেন সম্মানিত অতিথিবৃন্দরা । মো: জহিরুল আলম শেখ এর হাতে ক্র্যাস্ট তুলে দেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর। উক্ত অনুষ্ঠানটি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করার মাধ্যমে সমাপ্তি ঘটে ।
আরও পড়ুন: নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী আটক
মাসুম আহম্মেদ