লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে মোহনগঞ্জে মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করছেন মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা।
বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী যুবদল,ছাত্র দল,সেচ্ছাসেবকদল, সহ অঙ্গসংগঠন,বিভিন্ন সামাজি সংগঠন, ব্যবসায়ীবৃন্দের বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যনারে মানববন্ধনে অংশ গ্রহণ করে।
সকাল ৯ টা থেকে মানববন্ধনে অংশ নিতে শেখবাড়ী এলাকায় জড়ো হতে থাকে প্রিয় নেতার মুক্তির দাবীতে মিছিল নিয়ে। ১১ টায় পৌর শহরের প্রায় সবকয়টি সড়ক লোকে লোকারন্য হয়ে পড়ে। মোহনগঞ্জ, মদন,খালিয়াজুড়ি সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রিয় নেতার মুক্তির মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।
সকলের ঐক্যবদ্ধ অংশ গ্রহণে মানববন্ধনে হাজার হাজার মানুষের ভিড়ে স্লোগান উঠে মোহনগঞ্জের মাটি বাবরের ঘাঁটি, নেতাকর্মীরা দ্রুত লুুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবী জানান।
পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল বলেন, হাওরাঞ্চলের প্রাণ পুরুষ লাখ লাখ মানুষের প্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবারকে শেখ হাসিনার অবৈধ সরকার মিথ্যা মামলায় সাজা দিয় দীর্ঘ ১৭ বছর কারাগারে আটকিয়ে রেখেছে।
তাই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বি এন পির আহবায়ক শেলিম কার্ণায়েন,পৌর বিএনপির ফজলুল হক মাসুম, সিনিয়র নেতা সিরাজ উদ্দিন তালুকদার, ভিপি জাহাঙ্গীর আলম,টিপু সুলতান প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: নৈরাজ্য, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে ত্রিশালে বিএনপির মোটর শোভাযাত্রা
মাসুম আহম্মেদ