
কেন্দুয়ায় ৩৬ পূজামন্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র দিলেন বিএনপি নেতা
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিত ৩৬টি পূজামন্ডপে অগ্নিনির্বাপক (এক্সটিংগুইসার) যন্ত্র প্রদান করেছেন চার বিএনপি নেতা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের কাছে যন্ত্রগুলো হস্তান্তর করা হয়।
জানা যায়,গত ২ অক্টোবর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের আহবানে সারা দিয়ে কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার) ৫টি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ৫টি, বিএনপি নেতা শহিদুল্লাহ মিয়া ২টি এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ খোকন ২৪টি অগ্নিনির্বাপক যন্ত্র প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার,ওসি মিজানুর রহমান,পিআইও আজিজুর রহমান, বিএনপির খোকন আহমেদ,মোয়াজ্জেম হোসেন খান,জসিম আহমেদ খোকন,শহিদুল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র,সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাখাল বিশ্বাস