কলমাকান্দায় অচাষকৃত খাদ্য প্রদর্শণী মেলা অনুষ্ঠিত
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বনবেড়া গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় বনলতা নারী সংগঠনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে অচাষকৃত খাদ্য প্রদর্শণী মেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলায় মোট ১২টি স্টলে বৈচিত্র্যময় ৫০ টি অচাষকৃত খাদ্য প্রদর্শীত হয়। যেমন- জংলী কচু, গাচলী, লম্বা শামুক, জংলী লতা, শাপলা, জংলী কলার থোর, কলা গাছ, বড় শামুক, ছোট শামুক, ঝিনুক, কচুরিপানা, কাকড়া, হেলেঞ্চা, কলমীশাক, ঢেকিশাক, তাবুরী, চংগী, বাঁশকুড়ল, কচুমুখী, মানকচু, ফাওয়াংগা, জংলী টকপাতা, ফাসিম, তিত বেগুন, গিমা, মাসরুম, থানকুনি, কাক্কুচী, রিফুজি পাতা, কানথাপ, খিরিং, বাসক, মিগং, মিবিচ্রী, গানজেদ, স্থেং, কারিক্ষা, বিকি তিত্তা, চুনচুনি পাতা, টকলে পাতা, পাহাড়ি আলু, মিক্রাম, তেলাকুচি, দুধকচু, বেতপাতা, খাসিয়া মেন্ডা, দংকেলে, সেরেংকি, খেতাবরি। (এখানে অধিকাংশ অচাষকৃত খাদ্য গারো-হাজং আদিবাসীদের ভাষায় নামকরণকৃত। আর এগুলোর বাংলা কি নাম তা সনাক্ত করা সম্ভবয় হয়নি)।
প্রদর্শনী মেলায় আল্পনা নাফাক এর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভিক্টর ডিব্রা, প্রধান অতিথি নেত্রকোনার বারসিক আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা, রীনা নেংমিঞ্জা, আমেনা হাজং, কামনা হাজং প্রমূখ।
অচাষকৃত খাদ্য প্রদর্শনী মেলার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন অনুষ্ঠানে প্রধান অতিথি শংকর ম্রং। বক্তাগণ অচাষকৃত খাদ্যের গুণাগুণ ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং অচাষকৃত খাদ্য ভান্ডার সুরক্ষিত রাখার জন্য আহবান জানান।
আরও পড়ুন: মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারী মুহাম্মদ আমান উল্লাহ গ্রেফতার
শেখ শামীম