
কলমাকান্দায় পানিতে ডুবে শিশু আফরোজার মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আফরোজা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে ।
গতকাল সোমবার সকালে উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরিপুর গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়। ওই গ্রামের আলামিন মিয়া ও ফাহমিদা আক্তার মিম দম্পতির একমাত্র সন্তান। শিশু আফরোজা হামাগুড়ি জানতো ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে অন্যান্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে এক সময় বাড়ির সামনে পুকুরে পড়ে যায় আফরোজা। অনেক খোঁজাখুঁজির তার সন্ধান পাওয়া যায়নি।
পরে পুকুরে পানির তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন স্বজনারা। পরে তাকে ওইদিন দুপুরে গ্রামে জানাযা নামাজ শেষে তার দাফন সম্পন্ন করেন স্বজনসহ স্থানীয়রা।
শেখ শামীম