
গফরগাঁওয়ে সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী ও চালক দগ্ধ
ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) ও চালক আফজাল আহমেদ (৩৫) গুরুতর দগ্ধ হয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
গফরগাঁও ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান, প্রকৌশলী লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিসে যাচ্ছিলেন। হাটুরিয়া এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় এবং এতে গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে দগ্ধ দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন জানান, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন লেগে যায়। দগ্ধ দুইজনকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে আরও সতর্কতা প্রয়োজন। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা শোকপ্রকাশ করেছেন এবং দগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে সংশ্লিষ্ট দপ্তর থেকেও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শর্ট সার্কিটের আগুনে ৪ পরিবারের ঘর পুড়ে ছাই