মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ২০:৫৪, ২২ আগস্ট ২০২৩

র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষণ মামলার আসামি হাসান আলী (৪২) কে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার বিকেলে র‌্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের (ভারপ্রাপ্ত)কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে দীর্ঘ ১২ ঘন্টা যৌথ অভিযান চালিয়ে ধর্ষক হাসান আলীকে হাতেনাতে আটক করা হয়েছে।

আটককৃত ধর্ষণের অভিযুক্ত আসামি হাসান আলী,নওগাঁর পোরশা উপজেলার মহরপাড়া গ্রামের মৃত.নছির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার(২২ আগস্ট) দুপুরে র‌্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত মামলার বিবরণে জানা যায়,চলতি মাসের ১২ তারিখ দুপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী ভিকটিম শিশু বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। আসামী হাসান আলী প্রতিবেশি হওয়ায় আসামীও পুকুরে গোসল করতে যায় এবং বিকৃত রুচির মানুষ হওয়ায় হাসান আলী পুকুরে ভিকটিম শিশুকে একা পেয়ে পুকুর ঘাটেই ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দিন রাতেই ভিকটিমের পিতা বাদী হয়ে পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

র‌্যাব-৫, সিপিসি-৩ মামলা রুজুর পর থেকেই আসামীকে আটককের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। পরবর্তীতে আসামি টেরপেয়ে পালিয়ে জামালপুরে অবস্থান নিলে র‌্যাব-১৪, সিপিসি-১ এর ১২ ঘন্টার একটি অভিযান শেষে বিকৃত রুচির ধর্ষণ মামলার আসামি হাসান আলীকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

পরবর্তীতে আটককৃত আসামি হাসান আলীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মঙ্গলবার সকালে নওগাঁ জেলার পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতেও জানায় র‍্যাব।

আরও পড়ুন: জৈন্তাপুরে ভারতীয় নাছির বিড়ি ও চা-পাতা আটক 


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798