
জৈন্তাপুরে ভারতীয় নাছির বিড়ি ও চা-পাতা আটক
জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ২লক্ষ ৫২ হাজার শলাকা ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি, ৮শত কেজি ভারতীয় চা-পাতা সহ ১টি ইঞ্জিল চালিত নৌকা আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগষ্ট সোমবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু
তিনপাড়া সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়কের করিচের ব্রীজের নিচ হতে এস আই নিখল চন্দ্র দাশের নেতৃত্বে সঙ্গীয় ফৌর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১টি ইঞ্জিল চালিত নৌকা সহ ২লক্ষ ৫২ হাজার শলাকা ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি ও ৮শত কেজি ভারতীয় চা-পাতা আটক করে, এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অজ্ঞাতনামা ৪/৫ জন চোরাকারবারী পালিয়ে যান।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে জৈন্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ অভিযান পরিচালনা করে ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি, চা- পাতা সহ ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। তবে চোরাকারবারিদের আটক করা যায়নি, তাদের নাম ঠিকানা সংগ্রহ করে অপরাধীদের আটকের অভিজান চলছে।
আরও পড়ুন: লৌহজংয়ে নদী ভাঙ্গা ও বনার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ