
লৌহজংয়ে নদী ভাঙ্গা ও বনার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নদী ভাঙ্গা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার জিআর চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার কলমা ইউনিয়ন পরিষদে ৩ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ফকির, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির বেপারি,কলমা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাধারন সম্পাদক কামরুজ্জামান অরুন প্রমুখ।
আরও পড়ুন: শেরপুরের নাকুগাও স্থলবন্দর পাথর আমদানি বন্ধ,বিপাকে শ্রমিক ও ব্যবসায়ী