শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনিসহ আটক-১

প্রকাশিত: ১৭:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩

দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনিসহ আটক-১

দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনিসহ আটক-১

নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় ২ হাজার ৪৭৫ কেজি (৫৫ বস্তা) চোরাই চিনিসহ একজন চোরাচালানিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহারের একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।

আজ শনিবার সকালে দুর্গাপুর- শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঝানজাইল এলাকা থেকে এসব চিনি আটক করা হয়। আটক চোরাচালানি মো. ওবায়দুল্লা হক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাকের ভিতরে ৫৫ বস্তা চিনি আটক করা হয়। আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান,ভারত থেকে চোরাই পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনি কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: তিন বছরেও শেষ হয়নি প্রধানমন্ত্রীর অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘর


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808