
মোহনগঞ্জে চিকাডুকি মৎস্য অভয়াশ্রমে মোবাইল কোর্ট, জাল নৌকা জব্দ
মোহনগঞ্জে চিকাডুকি মৎস্য অভয়াশ্রমে অবৈধ ভাবে মাছ ধরা বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অভিযানে দেড় লাখ টাকার তিনশ মিটার বেড় জাল ও ৫ শ মিটার কারেন্ট জাল, আটক করে পুরিয়ে ফেলা হয়েছে। ৫ টি বড়শি ফেলার নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
বুধবার সহকারী কমিশনার ভূমি, জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অবৈধ ভাবে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো : শহীদ ইকবাল অভিযোগ করে বলেন, চিকাডুকি অভয়াশ্রমে গলা বেঁধে যারা এ বিলের পাহারাদার হিসেবে নিয়োজিত আছেন তারাই,বিলে অবৈধ ভাবে মাছ শিকার করছেন তাই বিলের পাড়ে গলাটি অচিরেই সরিয়ে নিলে অবৈধ ভাবে মাছ শিকার বন্ধ হবে। একই অভিযোগ করেন গাগলাজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এমন অভিযোগের পর আজ বুধবার এ অভিযান পরিচালনা করা হয়েছে।