
কেন্দুয়ায় খাল থেকে সবজি বিক্রেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা রাস্তার পাশের খাল থেকে তারা মিয়া (৬৩) নামে এক সবজি ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
নিহত তারা মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মিয়া গ্রাম থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন গ্রামীণ হাটবাজারে বিক্রি করতেন। শুক্রবার গড়াডোবা ইউনিয়নের বাঁশহাটি বাজারে গিয়ে সবজি বিক্রি শেষে রাতে বাড়ি ফিরছিলেন।
পরিবারের সদস্যরা জানান, তারা মিয়া রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে সাতারখালি ব্রিজের পাশের খালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "নিহতের মাথা ও মুখে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
রাখাল বিশ্বাস