
ময়মনসিংহ কোতোয়ালী থানার অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১১
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই রফিকুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী জয় রবিদাস, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ ফজুলকে ১২৬ পিস ইনজেকশনসহ, এসআই আজগর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী সানি চৌধুরী ওরফে সাফিউল হক সানি, বাবলুকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
এসআই রুবেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শান্ত মিয়া, চন্দন সরকারকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আশিকুল হাসান, আল মামুন, এএসআই মাসুম রানা, নুরুজ্জামান পৃথকভাবে সাজাপ্রাপ্ত একজনসহ পরোয়ানা আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মজনু মিয়া, মোঃ নয়ন মিয়া, মোঃ মোতালেব মিয়া, মোঃ মোতালেব মিয়া ও মোঃ মোতালেব মিয়া। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।