
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। শনিবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিন দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আটককৃরা হলেন, ঘোষনগর এলাকার মৃত আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭০) এবং মৃত মোজাফফর মিয়ার মেয়ে মনোয়ারা বেগম (৫০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক কারবারি। তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঘোষনগর নিজ নিজ বসত বাড়িতে মজুদ করে রাখতো। এরপর সুযোগ বুঝে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।
আর মজুদ করা অবৈধ মাদক বিক্রিতে সহযোগিতা করতো মোহাম্মদ আলীর দুই ছেলে পলাতক বকুল ও সাঈদ। এভাবে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ঘোষনগর এলাকায় অভিযান চালায় র্যাব।
এ সময় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগমকে আটক করা হয়। অভিযানকালে মোহাম্মদ আলীর দুই ছেলে বকুল হোসেন ও আবু সাঈদ কৌশলে পালিয়ে যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে গিয়ে দুই শিশুর মৃত্যু
নিরেন দাস