রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

তারাকান্দায় এলজিইডি সড়ক মেরামতে নিম্নমানের ইট সুড়কি ব্যবহারের অভিযোগ

প্রকাশিত: ২১:০৫, ৮ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:৩৩, ৮ নভেম্বর ২০২৩

তারাকান্দায় এলজিইডি সড়ক মেরামতে নিম্নমানের ইট সুড়কি ব্যবহারের অভিযোগ

তারাকান্দায় এলজিইডি সড়ক মেরামতে নিম্নমানের ইট সুড়কি ব্যবহারের অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় এলজিইডি পাকা সড়ক সংস্কারে নিম্নমানের সুরকি ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।

তারাকান্দা এলজিইডি  প্রকৌশলী অফিস সুত্রে জানা গেছে, তারাকান্দ-শ্যামগন্জ সড়কের নতুন বাজার চৌরাস্তা থেকে রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের শেষ সীমানা পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিঃমিঃ সড়ক সংস্কারে ৩টি প্যকেজে ১১  কোটি ৭০ লাখ টাকা প্রকল্পের কার্যাদেশ পান  মেসার্স আকরাম কনাস্টাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, বাহেলা হতে ২টি প্যাকেজের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। সংস্কারকাজে  ঠিকাদারি প্রতিষ্ঠান  নিম্ন মানের ইট,সুরকি ব্যবহার করছে। নামমাত্র ক'জন শ্রমিক   ইচ্ছামত কাজ করছে। সড়কে সুরকি নামমাত্র ভিজিয়ে রোলার ব্যবহার করছে। 

ফলে নিম্ন মানের সুরকি ঘুড়া বাতাসে উড়ছে।সরেজমিনে দেখা যায় একজন সাব এসিষ্ট্যান্ড প্রকৌশলী তদারকি করলেও  শ্রমিকদের সাথে দেখা করে অন্য সাইডে চলে যান। রামপুরের হযরত আলী কাকুরা গ্রামের কছিম উদ্দিন জানান,নতুন ইট না আসায় পুরাতন ইটের সুরকি ব্যবহার করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এ সড়কের কাজ না করে ভাড়াটে  ঠিকাদার  মাধ্যমে সড়কের সংস্কার কাজ করছেন। 

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জোবায়ের হোসেন জানান,এ সড়ক সংস্কারে কোন অভিযোগ পাওয়া যায়নি।  তাছাড়া দায়িত্বরত একজন সাব এসিস্ট্যান্ট প্রকৌশলী  তদারকি করছেন। আমি সরেজমিনে পরিদর্শনে যাব।

আরও পড়ুন: নতুন প্রজন্মকে শুনানো হলো বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808