রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নতুন প্রজন্মকে শুনানো হলো বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস

প্রকাশিত: ২০:৩৭, ৭ নভেম্বর ২০২৩

আপডেট: ২০:৩৮, ৭ নভেম্বর ২০২৩

নতুন প্রজন্মকে শুনানো হলো বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস

নতুন প্রজন্মকে শুনানো হলো বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস শুনানোর অনুষ্ঠান মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দুয়া উপজেলায় জেলা পরিষদ অডিটরিয়াম হলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেন্দুয়া উপজেলায় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মো: নূরুল আমিন প্রকল্প পরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরসহ নতুন প্রজন্মের প্রায় ৫০০শ জন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নতুন প্রজন্মের ছাত্র/ছাত্রীদেরকে যুদ্ধকালীন সময়ের বীরত্বগাথার গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম জিলানী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: বজলুর রহমান ও কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম।

তাদের গল্পের থেকে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০জন ছাত্র/ছাত্রী বিজয়ী হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ্ আলম সরদার (যুগ্ম সচিব) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক প্রশাসন ও অর্থ অন্যান্য অতিথিদের নিয়ে বিজয়ী মো: আসিফ, কাজী শাকিল আহম্মেদ, মো: নুর শাহিন শেখ, মো: সালমান শুভ, তানিয়া সাদেক তাসমিয়া, সাইফ আল ইসলাম, ফাহিম আহম্মেদ রায়ান, ইয়াসিন আরাফাত ও শিপন বিশ্বশর্মার হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এধরনের অনুষ্ঠানর বেশি বেশি আয়োজন করলে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা ইতিহাস সম্পর্কে অনেক জানতে পারবে।

আরও পড়ুন: অবৈধভাবে জাল দিয়ে বন্ধ করায় সংঘর্ষ:  গুরুতর আহত ১


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808