রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

আটপাড়া মগড়া নদীতে নৌ চলাচল

অবৈধভাবে জাল দিয়ে বন্ধ করায় সংঘর্ষ:  গুরুতর আহত ১

প্রকাশিত: ২০:২৭, ৭ নভেম্বর ২০২৩

অবৈধভাবে জাল দিয়ে বন্ধ করায় সংঘর্ষ:  গুরুতর আহত ১

অবৈধভাবে জাল দিয়ে বন্ধ করায় সংঘর্ষ:  গুরুতর আহত ১

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় গোয়াতলা সেতুর বাজার ব্রীজ সংলগ্ন মগড়া নদীর উত্তর পাশে অবৈধভাবে জাল দিয়ে নদী ঘেরাও করিয়া দেদারচ্ছে ছোট-বড় মাছ ধরার ফাঁদ পাতে, এতে নৌ চলাচলের বিঘ্ন ঘটাকে কেন্দ্র করে সংঘর্ষে আপন মিয়া (৩২) গুরুতর জখম-১।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২২ অক্টোবর সকাল ৮ ঘটিকার সময় বালু বহনকারী একটি নৌকা চলাচলে বাঁধা সৃষ্টি করলে উক্ত জালে মাছ ধরার ৮-১০ জন লোক নৌকায় থাকা আপন মিয়া সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। 

স্থানীয় লোকজন আটপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উচ্চতর চিকিৎসার জন্য রেফার্ড করেন। রোগীর অবস্থায় আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ হাসপাতাল থেকেও রেফার্ড করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসা নেয়ার পর বর্তমানে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপন মিয়ার স্ত্রী রুবী আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় ১। রফিক মিয়া, পিতা: রেজ্জাক, ২। আলম মিয়া, ৩। রেজ্জাক মিয়া, ৪। সোরাপ, ৫। আবু মিয়া, ৬। রব মিয়া, ৭। কাজল মিয়া, ৮। শামছু মিয়া, ৯। বাবলু মিয়া ৯ জনকে আসামী করে এবং আরো ৫/৬ জনকে অজ্ঞাত দিয়ে থানায় মামলা রুজু করেন। 

মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস.আই রুহুল আমীন প্রতিবেদককে জানান মামলা হয়েছে, আসামী গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় সাকিব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808