দুর্গাপুরে রাস্তা নির্মাণে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ২২০ ফুট রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। ওই নারী ইউপি সদস্যের নাম সখিনা খাতুন।
সূত্র জানায়,কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তার আওতায় লক্ষীপুর এলাকায় লক্ষীপুর ব্রীজ থেকে সাইফুল বেগ এর বাড়ি পর্যন্ত ২২০ ফুট কাঁচা রাস্তাটি ১ লাখ ৪৯ হাজার টাকায় কাজ পায় ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য সখিনা খাতুন। তবে নিয়ম নীতি অমান্য করে নিম্ন মানের ইট দিয়ে কাজ করে যাচ্ছে যত্রতত্র ভাবে। এ নিয়ে সরেজমিনে গেলে সত্যতাও মিলেছে।
জানতে চাইলে ইউপি সদস্য সখিনা খাতুন বলেন,ইট পরিবর্তন করে ভালো ইট দিয়ে কাজ করবো আমি। এই খারাপ ইট দিয়ে কাজ করবো না। কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু তালুকদার বলেন, নিম্ন মানের ইট দিয়ে কাজ করলে সে টাকা পাবে না সে। বিষয়টি দেখছি।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান জানান,বিষয়টি খোঁজ নিয়ে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: খেলাধুলার অনুপযোগী: সংস্কারের দাবি
কলি হাসান