
কেন্দুয়ায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু
নেত্রকোনার কেন্দুয়ায়-২০২৩ সালের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়েছে। এপরীক্ষায় ১৪০২জন পরীক্ষার্থী অংশ নিবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় কেন্দুয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম ,বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা শুরু হয়েছে রবিবার (২৭ আগষ্ট)। পরীক্ষার সময় ৩ ঘন্টা, ১০ টা- ১ টা পর্যন্ত, ২ টা-৫ টা পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে ২ ঘন্টা।
এ বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ছাড়া থাকি সব বিষয়ের পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তা হবে বোর্ড কর্তৃক সংশোধিত সিলেবাসে। আলিম পরীক্ষা চলবে ২৭ আগষ্ট থেকে ০৮ অক্টোবর পর্যন্ত এবং ০৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
অন্যদিকে কারিগরি বোর্ডের বিএম ও বিএমটি বিভাগের পরীক্ষা শেষ হবে ২৪ সেপ্টেম্বর এবং ব্যবহরিক পরীক্ষা ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স বিভাগের পরীক্ষা শেষ হবে ১৪ সেপ্টেম্বর এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।
এ পরীক্ষা উপলক্ষে কেন্দ্রে পরীক্ষার্থী ছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন । পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার ও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর আলিম পরীক্ষায় ১টি কেন্দ্রে (ভরাপাড়া কামিল মাদ্রাসা) ৫টি প্রতিষ্ঠানের ২২৩জন পরীক্ষার্থী এবং কারিগরি বোর্ডের পরীক্ষায় ২টি কেন্দ্রে ( সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বানেটেক কারিগরি কলেজ,ভেন্যু - বৈখেরহাটি এন কে উচ্চ বিদ্যালয়) ৯টি প্রতিষ্ঠানের ১১৭৯জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, রবিবার (২৭আগস্ট) থেকে মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের শিক্ষা পরীক্ষা-২০২৩ শুরু হবে। আশা করি সম্পুর্ন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন, আসন্ন আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আশা করছি পরীক্ষার্থীরা সম্পুর্ণ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে তাদের পরীক্ষা শেষ করতে পারবে এবং উপজেলার মোট ২টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে ৩জন টেগ কর্মকর্তা তাদের দায়িত্ব পালন করবেন। তাছাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।