শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দিনব্যাপী আনন্দ উৎসব
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে দিনব্যাপী আনন্দ উৎসব উদযাপিত হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে এ অনুষ্ঠানটি সু-সম্পন্ন হয়।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গনে বিশেষ প্যান্ডেল তৈরি করে দিনব্যাপী চলে ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকদের আনন্দ উৎসব। শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
তিনি বলেন, বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকেই হুমায়ুন আহম্মেদের বই বেশি বেশি পড়তে হবে। সহকারী শিক্ষক জুবায়ের আহম্মেদের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন সানিয়া ইসলাম ইতি, নাঈম আহম্মেদ, স্বর্ণা আক্তার রাবি, শিক্ষক মাহবুব আলম, পরিচালনা কমিটির সদস্য ডা: নিকিল চন্দ্র বিশ্বশর্মা, হুমায়ন আহম্মেদের চাচাতো ভাই বখতিয়ার আহম্মেদ ও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান আকন্দ।
এই অনুষ্ঠানে আধুনিক ও বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ঠা ইমদাদুল হক তালুকদার প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ^শর্মা সকল শিক্ষার্থী ও শিক্ষক গণের প্রতি অভিনন্দন জানান।
উল্লেখ্য ২০২৪ সালের এসএসপি পরীক্ষার ফলফল ১২ মে রোববার প্রকাশিত হয়। এতে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৪৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫- প্রাপ্ত হয়।
প্রধান শিক্ষক জানান, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের পরিচলনা কমিটির সভাপতি হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন হাসপাতালে অসুস্থ থেকেও সকল কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সকল সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।